Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

জামিনে মুক্ত মিরসরাই বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা

চেঙ্গী দর্পন প্রতিবেদক , মিরসরাই , চট্টগ্রাম  :
১৬ দিন কারাভোগের পর জামিন পেয়েছেন মিরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৩ জন নেতা।

 

হাইকোর্ট থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তারা বের হয়ে আসেন।

এর আগে গত ১৪ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ড. বেগম জেবু ন্নেছা জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার এই মামলা হয়েছে। এতে ৪টি মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা রজ্জু করে কোতোয়ালি থানা পুলিশ।

জামিন পাওয়া বিএনপি নেতারা হলো, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বর্তমান আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন, উপজেলা বিএপির সদস্য মাঈন উদ্দিন মাহমুদ, গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি নুরুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী সালেহ আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দীন সবুজ।

কারাগার থেকে বের হওয়া নেতাদের জেলগেটে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতা-কর্মীরা।

Related Articles

Back to top button