Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

জন প্রতিনিধিদের সাথে ৩ বিজিবি-র মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি লোগাং জোন ৩ বিজিবি-র সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

৯ সেপ্টেম্বর ২০২৪ , সোমবার সকালে ৩ বিজিবি-র ব্যবস্থাপনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভুঁইয়া।

 

সভায় লোগাং ৩ বিজিবি অধিনায়ক স্থানীয় জনগনের সুবিধা-অসুবিধা ও এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগীতা চেয়ে মতবিনিময় করেন। আলোচনা কালে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে নিয়মনীতির মধ্য থেকে যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হবে বলে অধিনায়ক সকলকে আশ্বস্থ করেন। এছাড়াও, অধিনায়ক কর্তৃক সাম্প্রতিক অনাকাংখিত ঘটনা সমূহের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন। এতে উপস্থিত জনপ্রতিনিধি গণ আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করেন।

 

মতবিনিময় সভায় পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা , জয়কুমার চাকমা , ভূমিধর রোয়াজা সহ স্থানীয় মেম্বার, হেডম্যান এবং কারবারী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button