Breakingঅপরাধসারাদেশ

চান্দিনায় সাড়ে ৩ হাজার ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৩০) কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৫২ লক্ষ ৮৮ হাজার টাকা,৩ হাজার ৬৪০ পিচ ইয়াবা ট্যাবলেট,০১ টি পাসপোর্ট ও ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

 

গতকাল বুধবার (৩০ জুলাই)দিবাগত রাত ১টায় উপজেলার মহিচাইল গ্রামের ভূঁইয়াপাড়া নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা দীর্ঘদিন যাবৎ চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন। মাদক কারবারি করে রাতারাতি কোটিপতি বনে গেছেন এই যুবক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল তার মাদকের সাম্রাজ্য।

 

এলাকায় তার অর্ধশত খুচরা বিক্রেতা আছে। যারা তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে মাদকসেবী দের কাছে বিক্রি করছে। স্থানীয় কেউ যদি মাদকের বিরুদ্ধে কথা বলে তাকেই হুমকি দিতেন মোস্তফা। অবশেষে বিষয়টি সেনাবাবহিনী চান্দিনা ক্যাম্পের গোয়েন্দাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতা বাড়ায় সেনা কর্তৃপক্ষ।

 

 

সেনাবাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম জানান, মাদক কারবারি মোস্তফার তথ্যটি আমাদের কাছে আসলে তার ওপর আমাদের নজরদারি বাড়াই। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার রাত ১টায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ তাকে হাতেনাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করি। যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

\

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, শীর্ষ মাদক কারবারি মো. মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সব প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button