Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

চট্টগ্রাম-১৫ আসনে নির্বাচনী কাজে বাধা দেয়ার অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া , চট্টগ্রাম  :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ ( সাতকানিয়া-লোহাগাড়া ) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের (ঈগল) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নামে অপপ্রচার, মিথ্যাচার, চরিত্র হননের চেষ্টা ও নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

 

 

আওয়ামী লীগের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও তাঁর লোকজন নির্বাচনের সুষ্ঠ পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের অন্যায় কাজ করে চলেছেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা: আ ম ম মিনহাজুর রহমান ও সদস্য সচিব সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।

 

 

২৪ ডিসেম্বর ২০২৩ রোববার সন্ধ্যায় পৌরসভার পরশমণি কমিউনিটি সেন্টারে আব্দুল মোতালেবের প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগের কথা বলেছেন।

মিনহাজুর রহমান আরো বলেন, নির্বাচনী সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য নৌকার মনোনীত প্রার্থী এমপি নদভী বহিরাগত সন্ত্রাসী এনেছেন। তারা অস্ত্র মজুদ করে নলুয়া সহ বেশকিছু এলাকায় অবস্থান করছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক সব অবৈধ অস্ত্র গুলো উদ্ধারের দাবি করছেন মিনহাজ।

 

সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, আবু রেজা নদভী আমাদেরকে সন্ত্রাসী বলে অপপ্রচার, মিথ্যাচার ও চরিত্র হননের চেষ্টা করছেন। অথচ তিনি নিজেই সন্ত্রাসী লালন করেন। মাইক্রোবাসের পেছনে অস্ত্র বহন করে নিয়ে যান।

 

মোহাম্মদ জোবায়ের আরও বলেন, আবু রেজা নদভীর নির্দেশে তাঁর লোকজন গাটিয়াডেঙ্গা, ছনখোলা, নলুয়া সহ বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের প্রচার কাজে বাধা দিচ্ছেন। তাছাড়া তাঁরা প্রচার কাজে নিয়োজিত লোকজনকে মারধর, টাকা ও মোবাইল সহ প্রচার কাজের যন্ত্রাংশ চিনিয়ে নিয়ে গেছেন। এসব হীন কাজের মাধ্যমে নদভী ও তাঁর অনুসারীরা নির্বাচনের পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে জনগণ ভোটের মাধ্যমে তাঁদেরকে উচিত শিক্ষা দেবে।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, এওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ, সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর মাছুমা বেগম প্রমুখ।

Related Articles

Back to top button