চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বারের ৩০ দফা ইশতেহার ঘোষণা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া ,চট্টগ্রাম :
চট্টগ্রাম-১৪ (চন্দনাই-সাতকানিয়া আংশিক) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লড়ছেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জাব্বার চৌধুরী। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামা সমৃদ্ধ ও স্মার্ট জনপদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
৩০ দফা প্রতিশ্রুতি নিয়ে বুধবার ( ৩ জানুয়ারী) সন্ধ্যায় তাঁর নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ইশতেহার ঘোষণা করেন। ইশতেহার পাঠ করেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আমনুর রশিদ হিরু।
ইশতেহারে তিনি যেসব বিষয়কে প্রাধান্য দিয়েছেন সেগুলো হলো বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, কৃষি খাতে ব্যাপক উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষার বিস্তার, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা, সাঙ্গু নদীর চৌকিদার ফাড়িতে ব্রিজ নির্মাণ, উপজেলা স্বাস্থ্য সভায় আধুনিকায়ন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, গৃহহীনকে ঘর নির্মাণ করা, গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতায়ন ও ইন্টারনেট সেবা প্রদান, কর্মসংস্থান ও বেকারত্বরোধ, উপজেলায় পর্যটনকেন্দ্রে গড়ে তোলা ও আসনের সকল মানুষের জরুরী নিশ্চিতে একটি এ্যাপস তৈরি করাসহ আরো বিভিন্ন বিষয় তোলে ধরে।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর নির্বাচনী প্রতীক ট্রাক। এখানে নজরুল ইসলাম আ’লীগের মনোনয়ন পেয়ে নৌকার প্রার্থী হয়েছে। এ আসনে মোট ৮ জন প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী নজরুল ইসলাম ও আবদুল জব্বারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবির রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, শওকত হোসেন, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল নোমান বেগ, আওয়ামী লীগ নেতা মোঃ আবুল কালাম, তৌফিকুল ইসলাম, কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, সাবেক চেয়ারম্যান ইলিয়াছ চৌধূরী, মোঃ নুরুল ইসলাম, মোঃ আবু তালেব, জহিরুল হক চৌধুরী, জসিম উদ্দিন, জিয়াতুর রশিদ, নাজিম উদ্দিন, নয়ন চৌধুরী প্রমুখ।