চট্টগ্রাম জেলা সমাজসেবা পদক পেল শান্তিনীড়

মীরসরাই,চট্টগ্রাম প্রতিনিধি :
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা পেল মীরসরাইয়ের ‘শান্তিনীড়’।
৩ জানুয়ারী ২০২৬ ,শনিবার ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবা’ এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত সমাজসেবা দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন।
চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুল আলম, অতিরিক্ত বিভাগীয় পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, মীরসরাই উপজেলা সমাজ সেবা অফিসার সাবরিনা রহমান লীনা প্রমুখ। অনুষ্ঠানে শান্তিনীড় ছাড়াও হাটহাজারীর জাগৃতি ও পটিয়ার রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থাকে শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা দেয়া হয়েছে।
শান্তিনীড় ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম চলমান রয়েছে এবং তার পাশাপাশি ২০১৫ সাল প্রথম শান্তিনীড় ভাষা প্রতিযোগিতা আয়োজন করে আসছে।




