Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন সহ নিহত ৭

চেঙ্গী দর্পন প্রতিবেদক,হাট হাজারী ,চট্টগ্রাম :
হিন্দু ধর্মাবলম্বীদের কর্ম অনুষ্ঠানে যাওয়ার পথে চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৭ জনের বাড়ী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়ন মোহাম্মদ পুর ধোপা পাড়া এলাকার। নিহতদের মধ্যে একজন বাক প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থী ও রয়েছে। আহত একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার সময় খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, চন্দনাইশ জোয়ারা মোহাম্মদপুর ধোপা পাড়া, দুলাল মাষ্টারের বাড়ী, এলাকার নারায়ন দাশের স্ত্রী রিতা দাশ প্রঃ মায়া (৩৫), শ্রাবন্তী দাশ (১৭),  দ্বীপ দাশ (০৫),  দিগন্ত দাশ (০৫), বর্ষা দাশ (১২), বিপ্লব দাশ (২৭), সাতবাড়িয়া এলাকার চিনু বালা দাশ (৫০),  আহত হলেন বাপ্পা দাশ (২৫) ।

 

পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদ পুর ধোপা পাড়া এলাকার ওমান প্রবাসী নারায়ন দাশের স্ত্রী রিতা দাশ প্রকাশ মায়া তার পরিবারের ২ ছেলে ২ মেয়ে, ও ৩ জন আত্বীয়সহ ৮ জনকে নিয়ে সিএনজি যোগে ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকায় রিতা দাশের নানির কর্ম অনুষ্ঠানে যাত্রা করে। পথিমধ্যে চট্টগ্রামের ২ নম্বর গেইট থেকে ফটিকছড়ি একটি সিএনজি ভাড়া করে। সিএনজিটি খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি থেকে আসা বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় ৭ জন। তৎমধ্যে নারায়ন দাশের পরিবারের স্ত্রী রিতা দাশ প্রঃ মায়া (৩৫), , ২ ছেলে জমজ দ্বীপ দাশ (০৫), দিগন্ত দাশ (০৫), ২ মেয়ে বাক প্রতিবন্ধী শ্রাবন্তী দাশ (১৭),বর্ষা দাশ (১২), মারা যায় , পরিবারের কেউ আর বাকি রইল না। অন্যন্যারা হলেন, নারায়নের চাচাত ভাই বিপ্লব দাশ (২৭), সাতবাড়িয়া ইউনিয়ন থেকে বাপের বাড়িতে বেড়াতে আসা চিনু বালা দাশ (৫০), আহত হয়েছেন চিনু বালা দাশের ছেলে বাপ্পা দাশ (২৫) ।

 

জোয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন পারিবারিক সূত্রে সব কিছু নিশ্চিত করেন। তিনি বলেন হাটহাজারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হয়েছে লাশ ময়নাতদন্ত ছাড়া দিয়ে দেয়া হবে। চেয়ারম্যান নিজে তাদের সৎকারে সমস্ত ব্যবস্থা করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছাইনি।

 

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ আদিল মাহমুদ জানান এ ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছে। বাস ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা টি আটক করা হয়েছে।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ছুটে আসি। লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই।

Related Articles

Back to top button