গুইমারা রিজিয়নে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি-র বিদায়ী দরবার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
গুইমারা রিজিয়নে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি-র বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগষ্ট ২০২৩ , রবিবার দুপুরে ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিঃ মাটিরাঙ্গা জোনের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ লেঃ মুশফিক হল রুমে মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি, জিওসি ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এর উপস্থিতিতে বিদায় দরবার অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে বিদায়ী দরবারে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী এএফডব্লিউসি পিএসসি উপস্থিত থেকে জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি-কে অভ্যর্থনা জানান। এ সময় খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মহোদয়,খাগড়াছড়ি শাখা ডিজিএফআই ডেট কমান্ডার ,বিজিবি সেক্টর কমান্ডার খাগড়াছড়ি ,সকল জোনের জোন কমান্ডার, সিআই এফএআরটিসি, কর্তব্য ব্যতিত খাগড়াছড়ি রিজিয়নের সকল অফিসার, সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ খাগড়াছড়ি, অধিনায়ক এপিবিএন ব্যাটালিয়ন খাগড়াছড়ি, আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক গন, এজিই (আর্মি) খাগড়াছড়ি, সকল জোন হতে আগত অফিসার, জেসিও, ওআর ও আনসার সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য খাগড়াছড়ি সেনানিবাসে প্রথম দরবারে বিদায়ী জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি, সকল সৈনিকদের দিক নির্দেশনা প্রদান করেন এবং যে সকল সেনা সদস্য এই সেনানিবাসে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন সে সকল সেনা সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগোচ্ছে এর ধারাবাহিকতা বজায় রাখতে সরকারকে যে কোনো সময় সহায়তা করার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকতে হবে।