গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন

গুইমারা,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সর্বস্তরের জনতার আয়োজনে গুইমারা বাজারের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইউচুপের উদ্যোগে আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় হাজারো জনতার সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৩১ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল বাশার, জাহাঙ্গীর আলম, স্বপন চক্রবর্তী, মাওলানা ওসমান গনি, চাইরেপ্রু মারমা, বাবলু হোসেন, মাঈন উদ্দিন বাবলু আবদুল আলী, হরিপদ্ম ত্রিপুরা, আরমান হোসাইন, আবু বকর, ডাঃ রফিকুল ইসলাম, মাগফার হোসেন, মাহবুব আলী, সাইফুল ইসলাম সোহাগ।
বক্তারা বলেন, গুইমারাতে দশ বছরেও কাঙ্খিত স্বাস্থ্য সেবায় নির্মিত হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন। যার দরুন গুইমারা উপজেলার প্রায় ৮০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এবং বার বার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ হতে হচ্ছে। তাই অতি জরূরী এই দুটি পরিষেবা দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন সর্বস্তরের জনগণ। দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করা না হলে আগামী ১ জানুয়ারী থেকে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা করেন বক্তারা। আগামী ৩ নভেম্বর সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান আয়োজনকারীরা।
উল্লেখ্য যে ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯ তম সভায় খাগড়াছড়ির নবম উপজেলা হিসেবে গুইমারাকে অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ ১০ বছর পার হলেও এ উপজেলায় নির্মাণ হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস ষ্টেশন।




