গুইমারাতে এলভিএমএফ ফোরাম ও ইয়ুথ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারা, খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতের জন্যে এলাকার মানুষের মধ্যে সহনশীলতা বাড়াতে জাতি ধর্ম ও সংস্কৃতি ভেদে আচরণের পরিবর্তন আনতে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের লক্ষে ইউএনডিপি (এলভি এমএফ) গুইমারা উপজেলা কমিটি ও ইয়ুথ ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বুধবার দুপুরে সকালে ইউএনডিপির উদ্যোগে ফ্যাসিলিটেটর রনিল ত্রিপুরার সঞ্চালনায় এবং ফোরামের নেতা গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরার সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যচিন মারমা সহ গুইমারা উপজেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনডি পি’র উদ্যোগে গঠিত স্থানীয় স্বেচ্ছাসেবক মধ্যস্থতা ফোরামের কমিটির উদ্যোগে আগামী ৩০ নভেম্বর বিশ্বশান্তি দিবস পালন, ২ ও ৩ ডিসেম্বর ইয়ুথ ক্যাম্পেইন সহ আগামীতে প্রোগ্রাম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।




