গুইমারাতে অটোচালক ও মালিকদের সাথে বিএনপি-র মতবিনিময়

গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ মার্কা প্রতিকে বিজয়ী করতে গুইমারা উপজেলা অটোচালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গুইমারা অটোচালক ও মালিক সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা , ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম প্রমূখ।
বক্তাগন আগামী ১২ ফেব্রুয়ারী খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করতে সকল শ্রেণীপেশার মানুষ একযোগে কাজ করার আহবান জানান।
এসময় উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।




