Breakingসারাদেশ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে সাংবাদিকরা।

 

৮ আগষ্ট ২০২৫ ,শুক্রবার দুপুরে খাগড়াছড়ির পেশাজীবী সংবাদিকবৃন্দের ব্যানারে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

 

সাংবাদিকরা বলেন, বিগত সরকারের আমলে সারাদেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন নীপিড়ন হয়েছিল এখনও তা ধারাবাহিক রয়েছে। এতে করে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় চিহ্নিতদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের সুরক্ষার দাবি জানানো হয়।

 

এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button