Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
“শ্রমিক-মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)’র উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবি ও সাধারণ মানুষের মাঝে আখের রসের শরবত বিতরণ করা হয়েছে।

 

বুধবার (০১মে) সকাল সাড়ে ১০টায় কার্যালয়ের সম্মুখ সড়কে এ শরবত বিতরণ করা হয়। এতে খাগড়্ছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।

বিতরণকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ দুলাল হোসেন’র উপস্থাপনায় অতিথিরা দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ চলছে। যার প্রভাব পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে। এই তীব্র গরমে জনজীবন এখন অতিষ্ট। সে জন্য খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ ১হাজার তৃষ্ণার্ত পথচারী ও রিক্সা-ভ্যান-টমটম চালকসহ সাধারণ জনগনের মাঝে আখের রসের শরবত বিতরণ একটি মহতি উদ্যোগ গ্রহণ অত্যন্ত প্রশংসীয় কাজ।

 

 

এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা ,জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আজম,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসাইন,পৌরসভার কাউন্সিলর মানিক পাটোয়ারী, কাউন্সিলর আবদুল মজিদ সহ অন্যান্য সাংবাদিক নেতৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button