খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ২৫০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
মানবিক সেবায় অংশ হিসেবে খাগড়াছড়ির ভাইবোনছাড়া ও পানছড়ি আর্মি ক্যাম্প’র মাঠে গরিব ও অসহায়- হত দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি সদর জোন।
সোমবার (২৯জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ও ভাইবোনছড়া আর্মি ক্যাম্পে ২’শ৫০জন শীতার্ত পরিবারের মাঝে জোন অধিনায়কের পক্ষে ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শরীফ আহমেদ এবং ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল শীতবস্ত্র বিতরণ করেন।।
এ সময় জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এর সাথে মতবিনিময়কালে তারা বলেন কনকনে এই শীত-কে মোকাবেলা করতে খাগড়াছড়ি জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তারা আরও বলেন যে, মানুষের মৌলিক অধিকার সমুহ যাতে সঠিক ভাবে ভোগ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে সর্বদা কার্যকারী ব্যবস্থা গ্রহণ করবে। খাগড়াছড়ি জোন যে কোন পরিস্থিতিতে আর্তমানবতার সেবাই বেসামরিক প্রশাসনকে তাৎক্ষনিক সহায়তায় সর্বক্ষণ পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। ভবিষ্যতেও পাহাড়ী -বাঙ্গালী জনসাধারণ সহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরুপ উদ্যোগ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।