খাগড়াছড়ি জেলার তিন উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনে চূড়ান্ত ভাবে অংশ নিচ্ছেন ২৯ জন প্রার্থী।

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৫জন প্রার্থী। প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদনের প্রেক্ষিতে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদনের প্রেক্ষিতে তাদের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ।
দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে যারা প্রত্যাহার করেছেন তারা হলেন, খাগড়াছড়ি সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদ-প্রার্থী নির্নিমেষ দেওয়ান, দীঘিনালা উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর ফরাজী, পানছড়ি উপজেলা থেকে চেয়ারম্যান পদ-প্রার্থী সমর বিকাশ চাকমা, কালা চাঁদ চাকমা ও মানেক পুতি চাকমা।
এর আগে গত রোববার (২১এপ্রিল ২০২৪ ) খাগড়াছড়ির তিন উপজেলার খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। দীঘিনালা উপজেলা থেকে চেয়ারম্যান পদে ২ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী ও পানছড়ি উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৬ জন,ভাইস চেয়ারম্যান পদে ৫ জন (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তিন উপজেলা থেকে চেয়ারম্যান পদে ১৫জন,ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী সহ শেষ দিনে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর তথ্য গোপন ও ঋণখেলাপি হওয়ায় ৬ জনের প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়। পরে আপিলের পর ৪ জনের প্রার্থীতা ফিরে পান। চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থীতা ফিরে পান। অন্যদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে শান্তি জীবন চাকমা এবং ভাইস চেয়ারম্যান পদে সঞ্চয় চাকমার মনোনয়ন পত্র বাতিল বহাল রাখা হয়। হলফ নামায় তথ্য গোপনে অভিযোগে তাদের প্রার্থীতা বাতিল করা হয়।
৩০এপ্রিল ২০২৪ প্রার্থীতা প্রত্যাহারের শেষ খাগড়াছড়ি জেলার তিন উপজেলার মধ্য খাগড়াছড়ি থেকে চেয়ারম্যান পদে ১ জন, পানছড়ি থেকে চেয়ারম্যান পদে ৩ জন ও দীঘিনালা থেকে ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এবার দ্বিতীয ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির তিন উপজেলা থেকে চূড়ান্তভাবে ২৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে তফসিল অনুযায়ী , প্রার্থীতা প্রত্যাহারের সময় সীমা ৩০ এপ্রিল, ২ মে প্রতীক বরাদ্ধ ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে ২০২৪ ।