অপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়, ,খাগড়াছড়ি:
একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারন মাদক ও চোরাকারবারি। এই মাদক ও চোরা কারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য এবং অত্র খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৮ডিসেম্বর রামগড় থানায় কর্মরত এসআই(নিঃ) মহসিন মস্তোফা,সঙ্গীয় অফিসার এসআই দিপক বিশ্বাস, এসআই সামছুল আমিন, এএসআই হবিকুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন ও ফোর্সসহ রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধার দিকে রামগড় থানাধীন রামগড় পৌরসভার রামগড় বাজারস্থ উপজেলার গণপাঠাগার এর সামনে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার ভুজপুর দাঁতমারা ইউনিয়নের মোঃ আবছার ( ২২) নামে একজনকে ১ হাজার ৩০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।

Related Articles

Back to top button