খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গর্ভবতী মায়েদের মাঝে স্বাস্থ্যসেবায় সহায়ক সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবায় সহায়ক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবর উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
মেডিকেল অফিসার মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. কে এম আমজাদ হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম,গোমতী ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) জাইকার উপজেলা সন্বময়কারী রুনি চাকমা,বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইলিয়াস,মাটিরাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।
এদিন গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবায় সহায়ক চিকিৎসা সামগ্রী হিসেবে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি ও স্থানীয় সরকার বিভাগ এর আওতাধীন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প মোতাবেক মাটিরাঙ্গা উপজেলার ৪টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারী রোগীদের জন্য ২৪/৭ সেবা কেন্দ্রে INF6-2021-2022-204670 -01 প্রকল্প থেকে রোগীদের জন্য Fetal Doppler, Iron cod, Patient Strature, Autoclave Machine, Patient Bed, Sucker Machine, USG machine,Delivery bed ইত্যাদি প্রদান করা হয়।