Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলো ১৫ জন চাকরি প্রার্থী

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
কোনো প্রকার তদবির কিংবা ঘুষ বাণিজ্য ছাড়া, কেবল শারীরিকভাবে ফিটনেস, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২নারী সহ মোট ১৫ জন চাকরি প্রার্থী।

 

বুধবার (১৩ মার্চ) দিনব্যাপি মৌখিক পরীক্ষা শেষে বিকাল ৫টায় পুৰিশ লাইন্স ড্রিলশেডে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন এবং পরে তাদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মুক্তা ধর।

 

এ সময় ফলাফল প্রকাশকালে পুলিশ সুপার বলেন, ত, শারীরিক ফিটনেস, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।

 

ফলাফল প্রকাশের পর এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্বাচিত কয়েকজন আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তখনো তারা বিশ্বাস করতে পারছেন না যে, ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন।

 

জানা যায়,খাগড়াছড়ির খাগড়াপুরস্থ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ “ট্রেইনি রিক্রুট কনস্টেবল  (টিআরসি)কনস্টেবল” পদে নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষায় পুরুষ প্রার্থী ছিলেন ৪৫ জন এবং নারী ছিলেন ৪ জন। তাদের মধ্যে থেকে ১৫জন উত্তীর্ণ হয়।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button