Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্তিত ছিলেন।

 

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এই দেশটা আমাদের সকল সম্প্রদায়ের, তাই এই দেশকে সুন্দর ও সুস্থ রাখার দায়িত্ব আমাদের সকলের। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সবাই মিলে যেন আনন্দের সাথে দুর্গাপূজার উৎসবটি সম্পন্ন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

শারদীয় দূর্গাপূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, পূজা মণ্ডপে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদকে নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পূজামণ্ডপে দুষ্কৃতিকারীর হামলা, নেশাজাতীয় দ্রব্য সেবন, ভাংচুর প্রতিরোধে সকলকে সজাগ থাকার পাশাপাশি প্রতিটি মন্দির এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের নেতাদের সমন্বয়ে সম্প্রতি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ার আহবান জানান।

 

জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন।

 

সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার( জিটুআই) মেজর মো: জাহিদ জাহান, এন এস আই যুগ্ম পরিচালক মো: ফিরোজ রাব্বানী, খাগড়াছড়ি বিজিজি-র সহকারী পরিচালক মো: হাসানুজ্জামান , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, ডিজিএফআই সহকারী পরিচালক নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম ,জেলা তথ্য অফিসা বাপ্পী চক্রবর্তী, খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, মানিকছি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, জেলা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো: নজরুল ইসলাম, পৌর প্যালেন মেয়র শাহ আলম, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা নাজমুস সাকিব, জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ প্রতিনিধি সহ উপজেলার সকল নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button