খাগড়াছড়িতে ভোক্তা অধিকার দিবস পালন
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
স্মাট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এ শ্লোগানে সারাদের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ পালন করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ভোক্তা অধিকার আইন, আইনের প্রয়োগ ও ভোক্তার করনীয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালন নাসরিন আক্তার। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, জেলা পরিষদ সদস্য মংক্য চিং চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, কনজুমারস এসোসিয়েশন বাংলাদেশ ক্যাব এর সভাপতি আবু তাহের মুহাম্মদ, কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোক্তা সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় খাগড়াছড়ি শহরের একটি হোটেলে হারপিক দিয়ে থালা বাসন ধোয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুধু জরিমানা নয়, এ ধরনের অপরাধে দন্ড দেয়ার ঘোষনা দেন জেলা প্রশাসক। সভায় বাজারে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে মনিটরিং ও অভিযান জোরদারকরণ ও ভোক্তাদের সচেতনার উপর গুরুত্বারোপ করা হয়।