Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে ভারতীয় ঔষধ চোরা চালান পন্য সহ আটক-২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
জেলার মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর জামে মসজিদ সংলগ্ন নুরুল ইসলামের পানের দোকানের সামনে গোমতী -মাটিরাঙ্গা বাজারগামী সড়কে অবৈধভাবে ভারতীয় তৈরী ঔষধ চোরাচালান পন্যসহ ২ জনকে আটক করেছে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল।

 

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের প্রতিটি ইউনিট অবৈধ চোরা চালান ও চোরা কারবারি এবং অবৈধ অনুপ্রবেশ এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে।

 

তারই ধারাবাহিকতায় ২২জানুয়ারি ২০২৪ মধ্যরাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার একটি চৌকস টিম ঘটনা স্থল থেকে অবৈধভাবে ভারতীয় তৈরী ঔষধ চোরাচালান পন্য সহ নিজ নিজ হেফাজতে রাখার দায়ে তবলছড়ি ইউনিয়নের মাস্টার পাড়ার তপন ত্রিপুরার ছেলে সুজন ত্রিপুরা (২৪) ও মাটিরাঙ্গা পৌরসভার ভূঁইয়া পাড়া র ছাথাউ কারবারীর ছেলে উশাপ্রু মগ (২৪)-কে আটক করে।

 

মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মোট ২১০ বক্স ৯ প্যাকেটে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধ সহ চোরাকারবারীদের একটি ব্যবহৃত মোবাইল এবং একটি ব্যবহৃত পুরাতন কালো রংয়ের প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button