খাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
‘স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন শ্লোগানে’ খাগড়াছড়িতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপিত হয়েছে।

 

৮ এপ্রিল ২০২৪, সোমবার সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসন, জেলা রোভার ও জেলা স্কাউটস এর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

 

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান উপস্থিত ছিলেন ।

 

অনুষ্ঠানে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত হওয়ায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর গার্ল ইন রোভার সাহানা হাসান সেতু এবং রোভার লূভর চাকমা অমিক-কে বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস থেকে প্রেরিত সাটিফিকেট এবং মেডেল জেলা প্রশাসকের হাত থেকে গ্রহন করেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মোসলেম উদ্দিন, জেলা রোভার স্কাউট সম্পাদক মোঃ দুলাল হোসেন, জেলা স্কাউটস কমিশনার ইমাম উদ্দিন প্রমূখ।

দিবসটির আলোচনা সভায় খাগড়াছড়ি জেলায় রোভারিং কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন রোভার স্কাউট সম্পাদক মোঃ দুলাল হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া স্কাউট কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকশিত হয়।’এ সময় তিনি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউট এবং রোভার স্কাউট দল গঠনের জন্য পরামর্শ দেন।

 

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র‌্যালী করা হয়। এতে সকল স্কাউট, রোভার স্কাউট সদস্যরা অংশ গ্রহণ করে।

Related Articles

Back to top button