খাগড়াছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি প্রদান
চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে টানা কর্মবিরতি পালন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে জেলা সভাপতি ও পানছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক খাগড়াছড়ি এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে দীঘিনালা র আব্দুস সালাম, মাটিরাঙ্গার মোঃ ইশতিয়াক আহম্মেদ, সদর উপজেলার নিমাই চন্দ্র রায়, রামগড়ের নজরুল ইসলাম, মাটিরাঙ্গার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, মহালছড়ির উপ-সহকারী প্রকৌশলী নুরুন্নবী মোস্তফা চৌধুরী, ডিআরআরও অফিসের বেতার যন্ত্র চালক মোঃ ওসমান গনি, অফিস সহকারী ত্রিসংখু চাকমা সহ জেলার সকল উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মবিরতি শেষে কর্মকর্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপ গ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপ গ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্য পদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে। যদি এর মধ্যে যৌক্তিক দাবিগুলো আদায় না হয় তাহলে পরবর্তী কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার পুনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভা আহ্বান করে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।