খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
“নারীর সম অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে জাবারাং কল্যাণ সমিতি,ওয়াই মুভস প্রকল্প’র উদ্যোগে প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
০৬ মার্চ ২০২৪ বুধবার সকালে খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নের পল্টন জয় পাড়া উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম-অর্ডিনেটর দয়ানন্দ ত্রিপুরার সঞ্চালনায় নারী কার্বারী শ্রাবণী ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন,আমরা নারী পুরুষেরা সবাই সমান অধিকার। একটা প্রতিষ্ঠানে পুরুষেরা যে সকল কার্যক্রম সম্পাদন করে থাকে। নারীরাও সমানভাবে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পাদন করে থাকে। আজ নারীরা এগিয়ে চলেছে, এগিয়ে যাচ্ছে সমাজ,এগিয়ে বাংলাদেশ, বর্তমান সমাজে নারী সে কালের বৃত্তের মধ্যে বন্দি নেই। সমাজ ব্যবস্থার আরোপিত শৃঙ্খল ভেঙে আত্মবিশ্বাসে সামনে এগিয়ে যাচ্ছে। এ ছাড়াও সমাজের কুসংস্কারগুলো এড়িয়ে চলতে হবে। নারী পুরুষ সকলকে সমানভাবে সুযোগ সুবিধা প্রদানের আহবান জানান বক্তারা।
এ সময় পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,পেরাছড়া ইউনিয়নের সদস্য নিলাংকুর ত্রিপুরা প্রমূখ সহ অত্র ইউনিয়নের এনসিটিএফ’র সদস্য, অভিভাবক ও জনপ্রতিধিরা উপস্থিত ছিলেন।