Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে জাবারাং এর উদ্যোগে উঠান বৈঠক ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতি’র আয়োজনে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ-সিমাভি’র সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষ্যে নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “জেন্ডার সমতা অর্জনে সহিংসতা প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় বিনিয়োগ”।

 

 

৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা সদরস্থ ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পূর্ণ ভূষণ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনগত সহায়তা কর্মকর্তা রাজীব দে

 

এ উঠান বৈঠকে জাবারাং কল্যাণ সমিতি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দয়ানন্দ ত্রিপুরা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা,ভাই বোন ছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা,কুমার ধন রোয়াজা পাড়া’র নারী কার্বারী মেদিনী ত্রিপুরা, গাছবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি দেওয়ান, গাছবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধনেশ্বর ত্রিপুরাসহ কিশোরী ও অন্যান্যরা।

 

এ দিন বক্তারা নারীদের অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরই এগিয়ে আসতে হবে। পরিবারে, বিদ্যালয়ে,
কর্মস্থলে, শহরে, বন্দরে, যানবাহনে, এমনকি বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে তাঁদের অনুকূল পরিবেশ তৈরি করতে
করার আহ্বান জানান।

 

এছাড়াও আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের গুরুত্ব ও নারী নির্যাতনের শিকার হওয়ার পর প্রত্যেক নারীর প্রয়োজনীয় আইনি ও চিকিৎসা সহায়তার সুযোগ পাওয়া নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।


অন্যদিকে বিকাল সাড়ে ৪টায় জেলা শহরের মিলনপুরস্থ হোটেল গাইরিং সম্মেলন কক্ষে ওয়াই মুভস প্রকল্প ও জাবারাং কল্যাণ কল্যাণ সমিতি’র বাস্তবায়নে যৌন- প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক স্থানীয় নেটওয়ার্ক এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াই মুভস প্রজেক্ট’র প্রকল্প ম্যানেজার নিলুফা নার্গিস পূর্বাশা।

 

এ সময় জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়াই মুভস প্রকল্পের সিবিএস সায়েদা হোসনে কাদেরী,ফারজিনা জহুরা,খাগড়াড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিষা তালুকদার,কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা,আলো সংস্থা’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা সহ আরও অনেকেই।

Related Articles

Back to top button