Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়িতে গুম-খুনের বিচার ও আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

 

১০ ডিসেম্বর রবিবার ১১টায় খাগড়াছড়ি গেইটের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে গুম-খুনের বিচার ও আটককৃত বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানান নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন , খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার। সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করছে বিএনপি । মামলা-গ্রেফতার উপেক্ষা করে টানা হরতাল-অবরোধ কর্মসূচির পর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে মানববন্ধন করেছে বিএনপি।

 

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমা বলেন , ২৮ অক্টোবরের পর খাগড়াছড়িতে মামলা হয়েছে ১৫টি। মামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও তার স্ত্রী জাকিয়া জিনাত বিথী সহ ৫৩৭ জনের নাম উল্লেখ করে আরো অনেককে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৫৬ জন। তারপরও আমরা রাজপথে আছি । সরকারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

Related Articles

Back to top button