Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা, গাড়ীতে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : জেলার গুইমারায় অস্ত্রধারীদের গুলিতে পার্বত্যাঞ্চলের উপজাতীয় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফের) গুইমারা শাখার সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা ।

২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সকাল ১০টার দিকে গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অংথোই মারমা উপজেলার বুদং পাড়ার (যৌথ খামার) কংহ্লাউ মারমার ছেলে ও ওই এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন। ঘটনার পরপর খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ইউপিডিএফের পক্ষ থেকে এ হত্যাকান্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে বলেন, সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি চালালে ঘটনা স্থলেই তিনি মারা যায়। এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ গণতান্ত্রিক গুইমারা উপজেলা সমন্বয়ক নবীন চাকমা বলেন, আমি বিষয়টি শুনেছি। ইউপিডিএফের নিজেদের কোন্দল ও চাঁদার টাকা ভাগাভাগী নিয়ে তারা নিজেরাই হত্যা করে ইউপিডিএফ গণতান্ত্রিক এর উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ তোলেন।

এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ ঢাকা -খাগড়াছড়ি সড়ক অবরোধ করে যানবাহনে আগুন ও ভাঙচুর করে। বাইল্যাছড়িতে ব্রিজের উপরে আগুন দেয় , এছাড়াও রামগড়ের দাতমারা এলাকায় একটি মুরগি বাহি ট্রাকে আগুন দিয়ে পুড়ে দিয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার নাইমুল হক জানান, গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় ইউপিডিএফ -এর সংগঠক দুর্বৃত্তদের গুলিতে মারা যাওয়ার পর তারা যানবাহনে আগুন ও ভাঙচুর করে।বর্তমানে যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে । সেখানে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Back to top button