Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ সহ ২ জন আটক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে তেলের (লরি) থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সড়ক পথে পাচার কালে ৮লাখ টাকার অবৈধ সেগুন ও গোদা কাঠের রদ্দা জব্দসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর এর দিক নির্দেশনায় গুইমারা থানার চৌকস পুলিশ টিম গুইমারা উপজেলার বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের উপর হইতে তেলের ভাউচার(লরি) ভিতরে বিশেষ কায়দায় সু-কৌশলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিভিন্ন সাইজের অনুমানিক ৬৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্দা,যার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা অবৈধ ভাবে কর্তন করিয়া সরকারী রাজস্ব ফাঁকি দিয়া সড়ক পথে পাচার কালে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এসময় ২জন- কে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার কেউটিয়া এলাকার সুবল দে(২৩) ও চত্তারপাড়ার আব্দুল শুক্কুর(২৭)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের উপর হইতে তেলের ভাউচার(লরি) ভিতরে বিশেষ কায়দায় সু-কৌশলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিভিন্ন সাইজের অনুমান ৬’শ৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্দা জব্দসহ সুবল দে(২৩) আব্দুল শুক্কুর(২৭)-কে আটক করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্যে ৮ লাখ টাকা।

 

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, উদ্ধারকৃত কাঠ, সম্পর্কে বন বিভাগকে অবহিত করা হয়েছে। গাড়ী ও আটককৃত ব্যক্তিদ্বয় পুলিশ হেফাজতে আছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button