Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে অপহৃত শিশু উদ্ধার,আটক-১

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়িতে ক্ললেস অপহরন মামলার রহস্য উম্মোচনসহ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়, গত ১৭জানুয়ারি বুধবার ভিকটিমের বাবা বাদী মোঃ বাচ্চু মিয়া (৪৬) মানিকছড়ি থানায় এসে উপস্থিত হয়ে জানায় যে, বাদী পেশায় একজন কৃষক তার ছোট মেয়ে বড়ডলু উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর একজন ছাত্রী । প্রতিদিনের ন্যায় গত ৪জানুয়ারি সকাল ৯টা ১৫ মিনিটে তার নিজ বাড়ী থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। অতঃপর প্রতিদিনের ন্যায় মেয়ে বিকালে বাড়ী ফেরার কথা থাকলেও ঘটনার দিনে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরও ভিকটিম বাড়ী না ফিরলে বাদী সহ বাদীর পরিবার ও আত্নীয় স্বজন আশে পাশেসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে ভিকটিম কে না পেয়ে পরবর্তীতে গত ১৭ জানুয়ারি তারিখে ভিকটিমের বাবা মোঃ বাচ্চু মিয়া (৪৬) মানিকছড়ি থানার শরণাপন্ন হন।

 

 

উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে ঘটনার স্পর্শ কাতরতা উপলব্ধি করে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর নেতৃত্বে ও সুদক্ষ দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলার একাধিক চৌকস দল ঘটনার অনুসন্ধান শুরু করেন।

 

অনুসন্ধানকালে ঘটনার বিষয়ে প্রাথমিক ও সনাতন পদ্ধতিতে প্রাপ্ত তথ্য সমুহকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষন পূর্বক নিশ্চিত হওয়া যায় যে, ভিকটিমকে আসামী মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকার সুলতান মিয়া’র ছেলে মোঃ মনির হোসেন (২৪), স্কুল থেকে ফেরার পথে ভয়ভীতি প্রদর্শন করে জোর পুর্বক অপহরন করে নিয়ে যায়।

 

পরবর্তীতে খাগড়াছাড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার মুক্তা ধর এর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে তথ্য-প্রযুক্তির সহায়তায় খাগড়াছাড়ি জেলার একটি চৌকস দল দেশব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত ক্লুলেস ঘটনার মুল আসামী মোঃ মনির হোসেন (২৪) কে গতকাল রাতে সুনামগঞ্জ জেলা থেকে গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্যমতে ভিকটিম কে সেখান থেকে উদ্ধার করা হয়।

 

পুলিশ সুত্রে জানায়, আটককৃত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া।

Related Articles

Back to top button