Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

খাগড়াছড়ি সেনা জোনে কর্তৃক ভাইবোন ছড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ

চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
দেশ মাতৃকার সেবার পাশাপাশি আর্তমানবতা সেবা -শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনকে খেলাধুলা সামগ্রী সহায়তা ও সমাজ উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বীর খাগড়াছড়ি সদর জোন।

১৮ আগষ্ট ২০২২ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বীর খাগড়াছড়ি সদর জোনের অধীনস্থ ভাইবোনছড়া আর্মি ক্যাম্পে ক্রীড়া সংগঠন ভাইবোনছড়া যুব সংঘকে সামগ্রী বিতরণ করা হয় ।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বীর খাগড়াছড়ি সদর জোনের পক্ষে ক্যাপ্টেন মোহাম্মদ তৌহিদ . ওয়ারেন্ট অফিসার ইদ্রিস ও যুব সংঘের সদস্যগন উপস্থিত ছিলেন।

ভাইবোনছড়া যুব সংঘের সদস্যগণ অত্যন্ত আনন্দিত হয় এবং উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অপারেশনাল দায়িত্বের পাশাপাশি গরীব দুঃস্থদের সাহায্য করন, অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো এবং যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ সেনা বাহিনী সর্ব মহলে প্রশংসিত।

Related Articles

Back to top button