Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসা

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ 

 স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ সেপ্টেম্বর২০২৫, মঙ্গলবার সকালে কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

 

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, নবীনদের স্বপ্ন পূরণে এই কলেজ সর্বদা পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। তারা শুধু পড়াশোনায় নয়, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতি চর্চায়ও সমৃদ্ধ হয়ে সমাজে নেতৃত্ব দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় কলেজের শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। নবীনদের ফুল দিয়ে বরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বক্তব্যে পুরো অডিটোরিয়াম উৎসব মুখর হয়ে ওঠে।

Related Articles

Back to top button