Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়ি সরকারি কলেজে পিসিসিপি’র নবগঠিত কমিটি

নেতৃত্বে মাকসুদুল, শামীম ও হাফিজুল

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) নতুন নেতৃত্বে যাত্রা শুরু করেছে।

রোববার (১৩ জুলাই) সকালে জেলার অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে আয়োজিত আলোচনা সভা ও কমিটি গঠনের মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিসিপি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

 

সভায় বক্তারা ছাত্র রাজনীতির ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, “সমতা ও উন্নয়নের লড়াইয়ে ছাত্রদের ভূমিকা অপরিসীম। পাহাড়ি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

নবগঠিত কমিটির নেতৃত্বে যারা আসছেন,তারা হলেন সভাপতি: মো. মাকসুদুল ইসলাম,সাধারণ সম্পাদক: মো. আহম্মেদ শামীম,সাংগঠনিক সম্পাদক: মো. হাফিজুল ইসলাম।

 

এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন:সিনিয়র সহ-সভাপতি: মো. সাইফুল ইসলাম, মো. আবিদ,সহ-সভাপতি: মো. কাউছার, মো. শাহিন, মো. আশরাফুল, মো. রাব্বি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. সাব্বির, মো. আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক: মো. মারুফ, মো. মাহফুজ, মো. শহিদুর রহমান, মো. ইসমাইল হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক: মো. ইমন, মো. আলী দপ্তর সম্পাদক: মো. মামুন ইসলাম,সহ-দপ্তর সম্পাদক: মো. শাকিল,তথ্য ও প্রচার সম্পাদক: আসাদুজ্জামান নূর,সহ-তথ্য ও প্রচার সম্পাদক: মো. হাসান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম রায়হান, জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ, জেলা প্রচার সম্পাদক রিয়াদুল ইসলামসহ পিসিসিপি’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

নবনির্বাচিত নেতারা জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে পিসিসিপি সদা সচেষ্ট থাকবে। সংগঠনকে শক্তিশালী ও সক্রিয় করতে তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Back to top button