Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি-র চেঙ্গী নদী ভাঙ্গন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সাম্প্রতিক সময়ে প্রায় দুই মাসের ব্যবধানে খাগড়াছড়িতে পঞ্চম বারের মতো ভয়াবহ বন্যায় চেঙ্গী নদীর তীর ব্যাপক আকারে ভাঙ্গন দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে প্রায় শতাধিক পরিবার। যেকোন সময় আবার বন্যার ভাঙ্গনে নদীর পাড়ে বসবাসরত পরিবারগুলো ব্যাপক ঝুঁকিতে পড়বে এবং বসতবাড়ি গুলো বন্যায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

 

২৭ আগষ্ট ২০২৪ মঙ্গলবার বিকালে চেঙ্গী নদী পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। জেলা সদরের গোলা বাড়ী ইউনিয়নের মারমা পাড়া সহ কয়েকটি এলাকার চেঙ্গী নদীর ভাঙ্গনের স্থান, পৌর শহরের বটতলী এলাকা হেডম্যান পাড়া,গোলাবাড়ি এলাকার রাজ্যমনি পাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে নদী ভাঙ্গনের শিকার এলাকাবাসীর খোঁজ খবর নেন। সেইসাথে যত দ্রুত কাজ করা সম্ভব তা প্রদক্ষেপ নেওয়ার জন্য উন্নয়ন বোর্ডের প্রকোশলী মোঃ আরিফুর রহমানকে দায়িত্ব দেয়া হয়।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান,পরপর বন্যায় এই এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতি ফসলী জমি, রাস্তা-ঘাট, বসত ভিটা ধ্বংস হয়েছে। বর্তমান সরকার চাচ্ছে দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপন করে পুনর্বাসনের ব্যবস্থা করার । দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপন করে পুনর্বাসনের ব্যবস্থা করারও তিনি আশ্বাস দেন। সে কারণে আমরা নদী ভাঙ্গা সহ সকল ক্ষয়ক্ষতি নিরুপন করে পুনবাসন কার্যক্রম তাড়ম্বিত করার জন্য। আর চেঙ্গী নদী পরিদর্শনে এসেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে সাথে নিয়ে আসছি যাতে নদীর জায়গা সনাক্ত করে একটা সঠিক সিদ্ধান্ত দেওয়া যায়।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক ও নব- নিয়োগকৃত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি সতর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন,পৌরসভার প্যানেল মো. শাহ আলমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button