Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

খাগড়াছড়ি নারী ধর্ষনের থানচিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বান্দরবান :
বান্দরবানের থানচিতে খাগড়াছড়ির  এক আদিবাসী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির পালন কালে বাঙ্গালি কর্তৃক আদিবাসীদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদের বান্দরবানের থানচি উপজেলা আদিবাসী ছাত্র ও যুব সমাজ সংগঠন আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সকালে থানচি বাজারে প্রবেশ মূখে যুব নেতা অংসিং থোয়াই মারমা সঞ্চালনায় উথোয়াইওয়াং মারমা সভাপতিত্ব করেন।

 

 

সমাবেশ পূর্বে থানচি বাস স্টেশণ প্রাঙ্গণ থেকে আদিবাসী ছাত্র ও যুব সমাজের ব্যানারে দেড় শতাধিক ছাত্র ও যুব একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের বাজার প্রবেশ মূখে এসে শেষ হয়। পরে ঔ স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাবেশের প্রধান অতিথি বক্তব্য রাখেন,যুব নেতা নুমংপ্রু মারমা (টাইগার) অন্যান্যদের মধ্যে সমন্বয়ক মংমে মারমা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মংসাইন মারমা,বান্দরবান কলেজের ছাত্র সিংওয়াইমং মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা রেংহাই ম্রো, ত্রিপুরা সম্প্রদায়ের নেতা আশাবান ত্রিপুরা, নেত্রী সাবরিনা ত্রিপুরা ও সাচিংপ্রু মারমা প্রমূখ। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।পরবর্তীতে দলবদ্ধ ধর্ষণের সাথে সম্পৃক্ত আরো ১ মারমা ও ২ চাকমা যুবককে আটক করে নিরাপত্তা বাহিনী। অপর আসামিদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু হয়, যার জেরে চলমান উত্তেজনা তৈরি হয়।

Related Articles

Back to top button