Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ির সুদৃষ্টি অরণ্য কুটিরে কঠিন চীবর দান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়ার সুদৃষ্টি অরণ্য কুটিরে দ্বিতীয় বারের মতো শুভ দানোত্তম কঠিন চীবর দান ও স্থবির সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

 

ভাইবোনছড়া সুদৃষ্টি অরণ্য কুটির কঠিন চীবর দান উদযাপন কমিটি ও পরিচালনা কমিটি সহ এলাকাবাসীর যৌথ উদ্যোগে ২৫ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ০৯ টায় সুদৃষ্টি অরণ্য কুটির প্রাঙ্গনে দ্বিতীয় বারের মতো দানোত্তম কঠিন চীবর দানের অনুষ্ঠানে প্রধান মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আবাসিক প্রধান ও ভিক্ষু সঙ্ঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।

 

 

 

রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক প্রধান ও ভিক্ষু সঙ্ঘের সঙ্গ প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির,রাঙামাটির নানিয়ার চরের জুরাছড়ি বেণুবন বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পন্থক মহাস্থবির, রাঙামাটির শ্রীমৎ সঙ্ঘসার মহাস্থবির, মধ্যম প্রতিপদা অরণ্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ ব্রহ্মদত্ত মহাস্থবির, রাঙামাটি রাজ বন বিহারের সৌর জগৎ মহাস্থবির, খাগড়াছড়ির ধর্মপুর আর্য বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজ্বী মহাস্থবির গন ধর্মীয় বক্তব্য প্রদান করেন।

 

সুদৃষ্টি অরণ্য কুটিরের কঠিন চীবর দান উদযাপন কমিটির সভাপতি ও ভাইবোনছড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ চাকমা, কঠিন চীবর দানের প্রধান দাতা রূপময় তালুকদার, সুদৃষ্টি অরণ্য কুটির পরিচালনা কমিটির সভাপতি ও ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা, অতিথি ত্রিপিটক পাবলিকেশন সোসাইটির সদস্য রূপময় তালুকদার কর্তৃক দানকৃত চীবরটি ভিক্ষু সঙ্ঘের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জে. এ. মুকুল চাকমা ও সহকর্মীরা।

Related Articles

Back to top button