Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ির লক্ষীছড়িতে মাধ্যমিক সমুহে বিদ্যালয়ে প্রিন্টার মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় সমুহে প্রিন্টার মেশিন বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।

 

 

১৭ সেপ্টেম্বর ২০২৫ , বুধবার বিকালে লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রিন্টার মেশিন তুলে দেওয়া হয়।

 

 

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য অনিময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। এছাড়াও লক্ষীছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরগন উপস্থিত ছিলেন ।

 

 

এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো ছাড়া শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয়। প্রিন্টার মেশিন বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের মান আরও সহজ ও উন্নত হবে।

 

Related Articles

Back to top button