Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হিজাব বিতর্ক কান্ডে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ‘নেকাব’ বিতর্ক কান্ডে সংবাদ সম্মেলন ভূক্তভোগী শিক্ষার্থী উম্মে আনজুমানয়ারা।

 

১৭ ডিসেম্বর ২০২৪,মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন,গত ১৩ডিসেম্বর শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সমাজতত্ত্ব পরীক্ষার দিন নেকাব না খোলায় পরীক্ষা দিতে পারে নি। বিষয়টি নিয়ে শনিবার ১৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পরে। এই ঘটনায় অনেকে তীব্র প্রতিক্রিয়া জানায়৷ইতিপূর্বে অভিযুক্ত শিক্ষকেরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। আমি চিন্তিত যে, যে বিষয়টি আমি পরীক্ষা দিতে পারেনি,সেটি ফেইল আসবে। এর জন্য দায়ী দায়িত্বরত শিক্ষকের। আমি ওই শিক্ষকদের এই মাসের মধ্যে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। যেন ভবিষ্যতে আর কখনো এমন কাজ করতে না পারে কিংবা পূনরাবৃত্তি না হয়।সেই সাথে যে বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, সে বিষয়ে আমাকে যেন পূনরায় পরীক্ষা নেয়ার সুযোগ তৈরি করে দেয়া হয় ৷

 

এ সময় তিনি দুটি দাবি পেশ করেন, দাবি সমূহ হলো:
১.রাষ্ট্রের সকল ক্ষেত্রে যেমন অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার হলে অপরাধ, দুর্নীতি ও প্রক্সি রুখতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সনাক্তকরণ/হাজিরা চালু করতে হবে।

২.প্রয়োজনে কোন নারীর চেহারা দেখা সহ কোন সহযোগীতা যদি প্রয়োজন হয়, তবে নারী দিয়েই নারীর সহযোগীতার ব্যবস্থা করতে হবে।

এ সময় খাগড়াছড়ির সাংবাদিক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button