খাগড়াছড়িতে ১১ দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭মার্চ ২০২৫ , শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন শেষে ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় নারী নেতৃবৃন্দরা বলেন, নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে, যানবাহনে, পথচলায়, উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। তার স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। নিরাপদ আবাসনের ব্যবস্থা থাকতে হবে। সম্পত্তির উত্তরাধিকার এবং নিজের ও সন্তানের অভিভাবকত্বে সমান অধিকার দিতে হবে। সর্বোপরি, নারীকে ছাড়া কোনভাবেই নারীর বিষয়ে কোনরকম সিদ্ধান্ত নেয়া যাবে না, অর্থাৎ তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তার সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। আমরা নারী মুক্তি চাই,অধিকার চাই।
এ সময় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা,প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য,আলো এর নির্বাহী পরিচালক তরুণ চাকমা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র প্রতিনিধি মিনুচিং মারমা,মিলনপুর মহিলা কল্যাণ সমিতি’র সভাপতি ত্রিনা চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণে নারীদের সম্পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদান নিশ্চিতের জন্য ১১ দফা দাবি উপস্থাপন করা হয়।