Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের জেলা কাউন্সিল নিয়ে তুলকালাম 

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :

দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের খাগড়াছড়ি জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় শহরের মহাজনপাড়া এলাকার এফএনএফ কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস নদভী এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী বশিরুল্লাহ। সভাপতিত্ব করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ওসমান গনী।

 

কাউন্সিলে মাওলানা ক্বারী ওসমান গনীকে সভাপতি, শামীম হোসাইন ফারুকীকে সাধারণ সম্পাদক এবং জামাল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

 

তবে কমিটি ঘোষণার পরপরই বিতর্কের সৃষ্টি হয়। কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন ও কিছু নেতাকর্মী সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তারা অভিযোগ করেন, কাউন্সিল নির্বাচনের মাধ্যমে হওয়ার কথা থাকলেও সিলেকশন পদ্ধতিতে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে এবং ঘোষিত কমিটির অধিকাংশ সদস্য খাগড়াছড়ি সদর এলাকার নন।

 

 

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, পাহাড়ে ভূমি সংক্রান্ত নানা সমস্যার সমাধান এ ধরনের কমিটির পক্ষে সম্ভব নয়। “নির্বাচনের মাধ্যমে আমরা যদি হেরে যেতাম, তাও মেনে নিতাম, কিন্তু এই পদ্ধতিতে গঠিত কমিটি আমরা মেনে নিতে পারি না”—যোগ করেন তারা।

Related Articles

Back to top button