Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে সুশীল সমাজের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসকের এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

 

২০ জানুয়ারি ২০২৫, সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগমের সঞ্চালনায় সুশীল সমাজের এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, ধীমান খীসা, নিউঅং মারমা, ইঞ্জিনিয়ার আবদুল মজিদপ্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি, ও উন্নয়নে প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।পাশাপাশি, সাম্প্রদায়িক অপপ্রচার রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের আহবান জানান।

মতবিনিময় সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button