Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে জেলা পরিষদের উন্নয়ন সংলাপ

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

 

তে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আল মাহফুজ,খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু এবং উপজেলার প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও জেলা পরিষদের সদস্যবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, পাহাড়ের উন্নয়নে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বৃক্ষ সংরক্ষণ, সুপেয় পানির ব্যবস্থা এবং নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উপর জোর দেন তারা।

 

 

বক্তারা আরো উল্লেখ করেন, দুর্গম এলাকার কারণে পাহাড়ের মানুষ এখনও যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাই স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি জেলার বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

Related Articles

Back to top button