খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর ‘ শেকড়ের সন্ধানে ‘ সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে “মারমা জনগোষ্ঠীর “শেকড়ের সন্ধানে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন ২০২৫, বৃহস্পতিবার সকালে সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও লেখক প্রফেসর মংসানু চৌধুরী।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সেমিনারে উঠে আসে মারমা জাতিগোষ্ঠীর ভাষা, বিশ্বাস, সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক।
আলোচনায় অংশ নেন সাবেক সাবেক যুগ্ম সচিব উ ক্য জেন, যিনি মারমা সমাজের ইতিহাস ও সংস্কৃতির নানা স্তর নিয়ে বিশ্লেষণ করেন।
সেমিনারে বক্তারা বলেন,নিজস্ব সংস্কৃতি হারিয়ে গেলে আত্মপরিচয় মুছে যায়। তাই আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নতুন প্রজন্মকে যুক্ত করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মং সার্কেল রানী উখেং চিং মারমা,জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।