Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে বিডিআর কল্যাণ পরিষদের অবস্থান কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
তিন দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।

 

১২ জানুয়ারি ২০২৫ , রবিবার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।সংগঠন টির সভাপতি হাবিলদার আবুল হোসেন এর সভাপতিত্বে ও সমন্বয়ক সিপাহি নজরুল সঞ্চালিত কর্মসূচিতে বক্তাগণ দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে পিলখানা নির্মম হত্যাকান্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা সহ প্রকৃত হত্যাকারীদের বিচার আমরা সহ আমাদের দেশের ১৮ কোটি জনগণের প্রানের দাবী।

 

বক্তাগন বলেন, তৎকালীন সরকারের ‘অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে গণহারে সাজা প্রাপ্ত সকল বিডিআর সদস্যদের পক্ষে ৩ দফা পেশ করছি।

(১) পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্ত মূলক শান্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবী জানাই।

(২) প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা (যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুণরায় চাকুরিতে পুনর্বহাল বা যোগদান করাতে হবে।

(৩) তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (৫) ধারা অবশ্যই বাদ দিতে হবে।

বক্তাগন আরও বলেন, প্রিয় দেশবাসী আমরা ক্ষতিগ্রস্থ বিডিআর এদেশেরই সন্তান এদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তায় আমরা সীমান্তে প্রহরারত ছিলাম। মহান মুক্তিযুদ্ধে আমাদের ২ জন বীর শ্রেষ্ঠ সহ অসংখ্য বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক রয়েছেন এবং মহান স্বাধীনতা সংগ্রামে অনেকেই জীবন দিয়েছেন। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরাই একমাত্র বাহিনী ছিলাম যারা সীমান্তে নাফযুদ্ধ, পাদুয়ার যুদ্ধ এবং বয়াইবাড়ী যুদ্ধ সহ অসংখ্য সীমান্ত যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। প্রিয় দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহবান রইলো আপনারা আমাদের এই যৌক্তিক দাবীর সাথে একাত্ততা প্রকাশ করে আমাদেমকে দাবী আদায়ের সহায়তা করুন ।

Related Articles

Back to top button