Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ব্রাদার্স ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার,,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে প্রথম বারের মতো ব্রাদার্স ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

 

২ নভেম্বর ২০২৪,শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির পেরাছড়া স্পোর্টস এরিনা মাঠে এ টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা।

সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নিচ্ছেন। নক-আউট নিয়মে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. হারুনুর রশিদ কাজল, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার, মারমা ঐক্য পরিষদের সভাপতি ভ্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী,বাফুফে’র কোচ তুহিন কুমার দে, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান সহ জেলা ক্রীড়া সংস্থা ও অন্যান্য খেলোয়াররা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত; ফুটসাল একটি ফুটবল-ভিত্তিক ক্রীড়া, যা ফুটবল মাঠের চেয়ে ছোট একটি শক্ত মাঠে এবং প্রধানত অভ্যন্তরীণ মাঠে অনুষ্ঠিত হয়। এই ক্রীড়াকে সংক্ষিপ্ত স্তরের ফুটবল হিসেবে বিবেচনা করা হয়। এটি ৫-৬জনের দলের সমন্বয়ে অনুষ্ঠিত ফুটবল, যা অভ্যন্তরীণ ফুটবলের সাথে মিল রয়েছে।

Related Articles

Back to top button