খাগড়াছড়িতে পূজামন্ডপ মনিটরিং করছেন আনসার-ভিডিপি’র কর্মকর্তারা
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
শারদীয় দুর্গোৎসব যেন ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয় সেজন্য সরকার কাজ করছেন। আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ৮ অক্টোবর ২০২৪ বুধবার থেকে পূজা মন্ডপে দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনকালে দুর্গাপূজা উদযাপন কমিটি’র নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন কুমিল্লা টিলা ১৫ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক শেখ ফিরোজ আহমেদ।
তিনি বলেন, যাতে কেউ বিশৃঙ্খলা বা সমস্যা সৃষ্টি করতে না পারে সেই লক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি থাকবে। প্রতিটি মন্ডপে মন্ডপে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। সারাদেশে দুই লক্ষ আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি ৯ উপজেলায় ৬১ টি পূজা মন্ডপে ৪২২ জন আমাদের আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে।
মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যরা ০৮ অক্টোবর হতে ১৪ অক্টোবর পর্যন্ত ৭দিন ব্যাপী সার্বক্ষণিক পূজা মন্ডপে নিয়োজিত থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।এছাড়াও যে কোন জরুরি প্রয়োজনে আনসার ব্যাটালিয়নের ১টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ন্য আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স পূজামন্ডপে নিরাপত্তায় টহল পরিচালনা করবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এবং দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
এ সময় আনসার-ভিডিপি খাগড়াছড়ি’র জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান,কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক পুলক সরকার, সার্কেল এডজুট্যান্ট তপন শিকদার,গুইমারা আনসার ব্যাটালিয়নের সার্কেল এডজুট্যান্ট সোহাগ আহমেদ সহ আনসার-ভিডিপি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।