Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে পিসিসিপির স্মারকলিপি প্রদান

বাজার ফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবি

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে বাজার ফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানার মাধ্যমে এ স্মারকলিপি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

 

স্মারকলিপিতে বলা হয়, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাজারফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ সুবিধা গ্রহণ করে আসছেন। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে বর্তমানে এ প্রক্রিয়া বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য সংকুচিত হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না এবং কর্মসংস্থানের সুযোগ কমছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, ব্যাংকগুলোও লোকসানের মুখে পড়ছে।

 

পিসিসিপির সভাপতি ও সম্পাদক অভিযোগ করেন, হঠাৎ করে জেলা প্রশাসকদের সিদ্ধান্ত রহস্য জনক এবং এটি কোনো অদৃশ্য শক্তির নীল নকশার অংশ হতে পারে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাজার ফান্ড জমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান না হলে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ, খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কলেজ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাগর খান, জেলা কমিটির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ওসমান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button