Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়িতে ধানের শীষের সমর্থনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে ধানের শীষের সমর্থনে চলছে জোরদার প্রচারণা।

 

 

শনিবার (৮নভেম্বর) বিকালে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে,চেঙ্গী স্কোয়ার, কলেজ গেইট ও আশপাশের এলাকাজুড়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালান।

 

 

 

এ সময় তারা শুধু ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ভোট চেয়ে প্রচারেই সীমাবদ্ধ থাকেননি, বরং বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা সম্পর্কেও সাধারণ জনগণকে বিস্তারিতভাবে অবহিত করেন।

 

 

নেতাকর্মীরা বলেন, “এ ৩১ দফা হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর রূপরেখা।” তারা এলাকার মানুষকে বিএনপির এই কর্মসূচি সম্পর্কে জানাতে লিফলেট বিতরণ ও সরাসরি আলাপের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

প্রচারণায় অংশ নেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হৃদয়, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেন রানা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. বাপ্পি মজুমদার, সাবেক সহ-সভাপতি মো. উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. আলাউদ্দিন আলোসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

 

 

 

চেঙ্গী স্কোয়ার ও কলেজ গেইট এলাকায় গণসংযোগ চলাকালে বিএনপি নেতারা বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”

 

 

 

দিনব্যাপী এ প্রচারণা কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়ি শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা, আর সাধারণ ভোটারদের মধ্যেও ছিল নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা।

Related Articles

Back to top button