খাগড়াছড়িতে জিইএসআই–সমন্বিত প্রকৃতি নির্ভর কৃষি সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে “জিইএসআই সমন্বিত প্রকৃতি নির্ভর সমাধানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি” প্রকল্পের অংশ হিসেবে অংশীদারদের সঙ্গে কমিউনিটি লার্নিং সেন্টারের অগ্রগতি পর্যালোচনা, প্রশিক্ষণ এবং প্রকৃতি নির্ভর কৃষি সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার দুপুরে জেলা সদরের মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউসের হলরুমে হেলভেটাস বাংলাদেশ এবং ICIMOD (আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র)–এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই সভায় পাহাড়ি অঞ্চলের পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, নারীবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার এবং প্রকৃতি নির্ভর টেকসই সমাধানের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অতিথি বক্তারা বলেন,“পার্বত্য অঞ্চলের কৃষির বিশেষ বৈশিষ্ট্য ও ভৌগোলিক জটিলতা মাথায় রেখে প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণ অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং কৃষকদের উৎপাদন বাড়াতে আমাদের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।”
বক্তারা আরও বলেন,“আমরা কমিউনিটি লার্নিং সেন্টারের মাধ্যমে পাহাড়ি কৃষকদের মাঝে দক্ষতা বৃদ্ধি, নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রকৃতি–সমন্বিত কৃষি চর্চার প্রসার ঘটাতে কাজ করছি। এই প্রকল্প পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
এ সভায় দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসাইন, হেলভেটাস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর দীপ্তিময় চাকমাসহ সরকারি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অংশীদার সভায় অংশ নেন।
সভায় বক্তারা আরও বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি কৃষি সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাই নারীদের সম্পৃক্ত করে সমতাভিত্তিক কৃষি উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় জ্ঞানকে গুরুত্ব দিয়ে নতুন প্রকৃতিনির্ভর সমাধান তৈরি করতে হবে।”
সভা শেষে অংশ গ্রহণকারীরা কমিউনিটি লার্নিং সেন্টারের ভবিষ্যৎ কার্যক্রম, মাঠপর্যায় প্রশিক্ষণ, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং প্রকল্পের ফলাফল সম্প্রসারণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।




