খাগড়াছড়িতে চট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেটের প্রাথমিক বাছাই ক্যাম্প শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি।।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “চট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫”-এ অংশগ্রহণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ক্রিকেট দলের প্রাথমিক বাছাই অনুশীলন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হারুন অর-রশিদ। উদ্বোধনী ক্যাম্পে চট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেটে অংশ নিতে প্রাথমিকভাবে বাছাইকৃত ৩০ জন ক্রিকেটার মাঠে নেমে অনুশীলন শুরু করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেফালিকা ত্রিপুরা বলেন, “ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি তারুণ্যের বিকাশ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনের শক্তিশালী মাধ্যম। খাগড়াছড়ির ক্রিকেটাররা নিজেদের দক্ষতা ও মেধা দিয়ে বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে, এটাই আমাদের প্রত্যাশা।”
সভাপতির বক্তব্যে হারুন অর-রশিদ বলেন,
“এই টুর্নামেন্ট খাগড়াছড়ির খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। সঠিক প্রস্তুতি ও মনোযোগ দিয়ে খেললে জাতীয় পর্যায়েও স্থান করে নেওয়া সম্ভব।”
অনুশীলন ক্যাম্পের উদ্বোধনীতে জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম, জেলা ক্রিকেট কোচ মুজাহিদুল ইসলাম (বাবু), ক্রীড়া অনুরাগী পরিমল কর্মকার, এডহক কমিটির সদস্য মো. আনিসুল আলম আনিক সহ ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকরা উপস্থিত ছিলেন।
আনন্দমুখর পরিবেশে শুরু হওয়া এই অনুশীলন ক্যাম্প চলবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত, যেখানে খেলোয়াড়দের দক্ষতা, কৌশল ও ফিটনেস উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে এ আয়োজন নতুন উদ্দীপনা যোগ করেছে।