Breakingকৃষিখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আইসিমোডের অর্থায়নে, হেলভেটাস বাংলাদেশ-এর সহযোগিতায় এবং তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে ““চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সহনশীলতা বৃদ্ধিতে জিইএসআই-সমর্থিত প্রকৃতিনির্ভর সমাধান প্রচার” প্রকল্পের অংশীদারদের সাথে কমিউনিটি লার্নিং সেন্টারের অগ্রগতি, প্রশিক্ষণ ও প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৮ অক্টোবর ২০২৫ , মঙ্গলবার দুপুরে জেলা সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাছির উদ্দিন চৌধুরী।

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার চাইল্যাপ্রু মারমা, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ-এর প্রতিনিধি দীপ্তিময় চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তৃণমূল উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে প্রকৃতিনির্ভর কৃষি পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি সম্ভব। কমিউনিটি লার্নিং সেন্টারের মাধ্যমে স্থানীয় কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে।

 

 

সভা শেষে অংশ গ্রহণকারীরা প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম ও অংশীদারদের মধ্যে সমন্বয় জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Related Articles

Back to top button